The Wastepaper basket is the writer's best friend.
- Isaac B. Singer
I write a lot everyday, seven days a week - and I throw a lot away. Sometimes i think i write to throw away .
- Donald
রাত ৩ঃ৫৫ । লিখতে বসলাম। কী নিয়ে লিখবো ? জানা নেই। জানার প্রয়োজনবোধ করছি না। যুদ্ধ শুরু হয়ে গেছে। এ যুদ্ধের নাম কলম যুদ্ধ। নিজের আত্মাকে শান্তি দেওয়ার যুদ্ধ। মনের তৃপ্তিকে বড় করে দেখার যুদ্ধ। আমাকে আমার ভিতর থেকে টেনে বের করে আনার যুদ্ধ। আমার আশা, আকাঙ্ক্ষা, প্রত্যাশা,ব্যর্থতা প্রকাশ করার যুদ্ধ। এ যুদ্ধ পরিবার, সমাজ, তথা দেশের কোন কর্মের প্রতিবাদ বা সমর্থন জানানোর যুদ্ধ নয়। একান্ত ব্যত্তিগত - আমার সাথে আমার যুদ্ধ। এ আমার কলম যুদ্ধ - পৃথিবীর একমাএ যুদ্ধ যা মানুষকে মানুষের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। বড় সমস্যা - কলম যুদ্ধ একবার শুরু ঽয়ে গেলে আর থামানো যায় না। চলতে থাকে নিজ গতিতে, নিজ গুনে।
" চিরতরে, তোমার তরে রেখেছি আমার মন
অবহেলা করে হলেও
ছুঁকে দেখো সেই মন "
Sometimes I just pretend I have writer's block.The truth is I'm lazy. Writing is really hard . . .
খারাপ নয়, ন্যাতা। চালায়ে যাও।
ReplyDelete