Thursday, July 14, 2016

সহীহ ইসলামের বিজয়

মদিনা সনদে যে দেশ চলছে, সেখানে সহীহ ইসলামের প্রচার মাধ্যম হইবে বিটিভি!
অন্য টিভি চ্যানেল দেখাটা বেদাত হইবে। তাই মদিনা সনদ অনুযায়ী ইহা বন্ধ করাটা অনেক আগেই জরুরী ছিল।।
আর যেহেতু ইন্ডিয়াও তে এটা বন্ধ হইয়াছে। তাই 'মোদী সনদ' অনুযায়ী পীস টিভি বন্ধ করাটা ফরজ হইয়া গিয়াছিল।
মোদী ও মদিনা সনদে পীস টিভি বন্ধ করিয়া ইসলামের রক্ষা করা হইয়াছে। দেশ সহীহ ইসলামের পথে আছে। সুবহানআল্লাহ!

0 comments:

Post a Comment