Tuesday, October 31, 2017

ক্রিপ্টোকারেন্সি মাইন করুন মোবাইল বা কম্পিউটার এর সাহায্যে

ক্রিপ্টোকারেন্সি  মাইন সম্পর্কে আপনি যদি পূর্ববর্তী লেখা গুলো পড়ে থাকেন তাহলে আজকের লেখাটি আপনার ক্রিপ্টোকারেন্সি  মাইন করার পথে এক নতুন সম্ভাবনার দিক উন্মোচন করবে। যারা এর আগের লেখা গুলো পড়েননি তারা সময় পেলে এই ব্লগের পূর্ববর্তী লেখা গুলো দেখে নিতে পারেন।

সবথেকে জনপ্রিয় ৩টি ক্রিপ্টোকারেন্সি  হচ্ছে বিটকয়েন, লাইটকয়েন ও ডোজকয়েন।  এই ৩টি ক্রিপ্টোকারেন্সি আয় করার জন্য প্রথমে নিচের ৩টি সাইটে রেজিস্ট্রেশন করে নিন।

Tuesday, October 10, 2017

ক্রিপ্টোকারেন্সি মাইন করুন (CPU/GPU এবং ক্লাউড মাইনিং)

আপনি চাইলে আপনার কম্পিউটার বা স্মার্টফোন এর মাধ্যমেই এখন বিটকয়েন বা যে কোন ক্রিপ্টোকারেন্সি মাইন করতে পারেন।  যদিও আজকাল কম্পিউটার বা স্মার্টফোন এর মাধ্যমে বিটকয়েন মাইনিং খুব একটা লাভজনক নয় তথাপি ক্লাউড মাইনিং এর সাথে সহায়ক হিসেবে এটি করাই যেতে পারে।

যেমন ধরা যাক আপনার ক্লাউড মাইনিং এর হ্যাশ পাওয়ার আছে 100 GHS এখন আপনি এর সাথে আপনার কম্পিউটার বা স্মার্টফোন এর মাধ্যমে আরও প্রায় 20 KHS পাওয়ার যোগ করতে পারেন। যা আপনার আয়কে বেশ কিছুটা বৃদ্ধি করতে সক্ষম।




যা যা প্রয়োজন :

মাইনারটি ডাউনলোড করার পর এতে আপনার পুল ইনফরমেশন দিন, ডিফল্ট হিসেবে আমার eobot এক্যাউন্ট এর পুল ইনফরমেশন দেয়া আছে। আপনি আপনার প্রয়োজন অনুযায়ী 32 কিংবা 64 বিট এর মাইনারটি পছন্দ করুন। আপনি যে মোডে মাইন করতে চান সে অনুযায়ী ইনফরমেশন দিয়ে ব্যাচ ফাইলটি ডবল ক্লিক করে মাইনারটি  চালু করুন। ব্যাস, দেখবেন আপনার মাইনার কাজ শুরু করে দিয়েছে।


মাইনারটি  SHA256 এবং Scrypt - এই ২টি Algorithm Support করে। পুল ইনফরমেশন এর ফরমেট নিচে দেয়া হলঃ 

App.exe -a algorithm -o server --userpass username:password 

Example:
cgminer.exe --scrypt -o stratum+tcp://scrypt.eobot.com:4444 --userpass eobot.670437:x 
minerd.exe -a scrypt -o stratum+tcp://scrypt.eobot.com:4444 --userpass eobot.670437:x 

Monday, September 25, 2017

ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে আয় করুন - বিটকয়েন,লাইটকয়েন,ডোজকয়েন

ক্রিপ্টোকারেন্সি হলো ওপেন সোর্স ক্রিপ্টোগ্রাফিক প্রোটকলের মাধ্যমে লেনদেন হওয়া সাংকেতিক মুদ্রা বা ডিজিটাল কারেন্সি। এর লেনদেনের জন্য কোনো ধরনের অর্থনৈতিক বা নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের প্রয়োজন হয় না।বিভিন্ন ক্রিপ্টোকারেন্সির মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল বিটকয়েন,লাইটকয়েন,ডোজকয়েন, এথেরাম ইত্যাদি।



মূলত ক্রিপ্টোকারেন্সির মাইনিং হচ্ছে ক্রিপ্টোকারেন্সির আয় করার সর্বোত্তম বৈধ পন্থা। তবে বর্তমানে হার্ডওয়্যার এবং অন্যান্য বিচারে ক্রিপ্টোকারেন্সির মাইনিং শুরু করার জন্য অর্থ বিনিয়োগ করা প্রয়োজন, যা নিয়ে অন্য একটি লেখায় বিস্তারিত আলোচনা করা হবে। তবে ক্লাউড মাইনিং ব্যবহার করে আপনি অনেক কম পরিমান অর্থ বিনিয়োগ বা কোনো রকম  অর্থ বিনিয়োগ ছাড়াই ক্রিপ্টোকারেন্সির আয় করতে পারেন।আয় করার জন্য আপনাকে এই সাইটে একটি একাউন্ট খুলতে হবে তারপর আপনি প্রতিদিন Faucet এ visit করে কিছু  ক্রিপ্টোকারেন্সির আয় করতে পারবেন। এছাড়া আপনি অন্যকে রেফার করেও আপনার আয় বাড়াতে পারেন। এখানে আপনি আপনার ইচ্ছামতো যে কোনো ক্রিপ্টোকারেন্সি মাইনিং করতে পারেন। তার জন্য আপনার প্রয়োজন হবে মাইনিং পাওয়ার বা হ্যাশ পাওয়ার।  হ্যাশ পাওয়ার যত বেশি আয় তত বেশি। তাই প্রথমে Faucet এ visit করে হ্যাশ পাওয়ার আয় করবেন এবং হ্যাশ পাওয়ার যতটা সম্ভব বাড়াতে থাকবেন। এখানে GHS 4.0 এবং Scrypt MHS হ্যাশ পাওয়ার আয় করা সম্ভব। হ্যাশ পাওয়ার কম থাকলে তা বিটকয়েন এর পরিবর্তে ডোজকয়েন মাইনিং এ ব্যবহার করা ভাল, আয় বেশি হবে। তারপর আয়কৃত ক্রিপ্টোকারেন্সি দিয়ে হ্যাশ পাওয়ার কিনে আয় বাড়ানো সম্ভব। সবথেকে ভাল হয় যদি কিছুটা বিনিয়োগ করে হ্যাশ পাওয়ার কিনে আয় শুরু করা যায় বা আপনি সেটা যে কোনো সময় করতে পারেন।


আপনি একই সাথে এক বা একাধিক ক্রিপ্টোকারেন্সি মাইনিং করতে পারেন।আপনার আয়ের পরিমান একটি নির্দিষ্ট পরিমান হলেই আপনি তা আপনার ওয়ালেটে Withdraw করতে পারবেন আর আপনি যদি Auto Withdraw Active করে রাখেন তবে আপনার আয় নির্দিষ্ট পরিমান হলে তা আপনার ওয়ালেটে পাঠিয়ে দেয়া হবে।

আমি সাধারণত বিটকয়েন,লাইটকয়েন ও ডোজকয়েন মাইনিং করি এবং আমার আয়কৃত ক্রিপ্টোকারেন্সি দিয়ে বিদেশি শপিং সাইট থেকে কেনা-কাটা করে থাকি তারপর সেইসব পণ্য দেশে bikroy.com or ekhanei.com এর মাধ্যমে ১০০% লাভে বিক্রি করে থাকি। অর্থাৎ পুরোটাই লাভ !

আপনাদের জন্য কিছু Proof এখানে দেয়া হল :


Click to see Mining Status



আপনি চাইলে একাধিক Account  ব্যবহার করতে পারেন :  Account 1   Account 2

Monday, October 17, 2016

Some inspirational quotes

  • It always seems impossible until it's done.          - Nelson Mandela.
  •  Because a thing seems difficult for you, do not think it impossible for anyone to accomplish.                           - Marcus Aurelius
  • “Dream is not that which you see while sleeping, it is something that does not let you sleep.”      ― A.P.J. Abdul Kalam  




Tuesday, August 9, 2016

খাইয়া ছাইড়া দিমু

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স কোর্স পড়ার সুবাদে বেশ কয়েকজন বন্ধু-বান্ধব পেয়েছিলাম। মজার ব্যাপার হল এদের সবারই কিছু বিশেষ বিশেষ বৈশিষ্ট্য ছিল, বলা যেতে পারে Unique Characteristics. এরকমই একজন ছিলেন আব্দুল্লাহ আল মানী। যিনি আরও বেশ কয়েকটি নামে আমাদের মাঝে পরিচিত ছিলেন যেমন : 

গামছা মানী  -  গামছার মাধ্যমে বিশেষ কার্য সম্পাদনে দক্ষতার স্বীকৃতি স্বরূপ এই নাম দেয়া হয়। 
মানী স্যার  -  তার মেধার স্বীকৃতি স্বরূপ স্যাররাও তাকে স্যার বলে ডাকত। 
মানী দ্যা লিচু  -  এর ব্যাখ্যা আপাতত সেন্সর করা হল। 
ফট্টি (40) মানী  -  কোন এক দুপুরে জনসম্মুখে তার শক্তি প্রদর্শনের কারনে এই নাম দেয়া হয়। 

আসলে এইসব নামের ব্যাখ্যা দিতে গেলে, অর্থাৎ নাম করনের সার্থকতা আলোচনা করতে গেলে এক একটা মহাকাব্য রচনা করতে হবে। তাই আপাতত সেদিকে না গিয়ে তার একটা বিশেষ ডায়লগ নিয়ে আলোচনা করা যাক। আর সেই বিশেষ ডায়ালগটি হল 'খাইয়া ছাইড়া দিমু'। বিশেষ কিছু প্রেক্ষাপটে তার মুখ থেকে বিশেষ এই ডায়ালগটি শোনা যায়।  তাহলে চলুন দেখা যাক কি সেই প্রেক্ষাপট আর আসলে সে কি খাবে আর কি ছাড়বে !

আমরা দুজনেই মিরপুর এলাকার বাসিন্দা হওয়ার কারনে প্রায় সময়ই একসাথে আসা যাওয়া করতাম, আড্ডা দিতাম বা ঘোরাফেরা করতাম। বিভিন্ন সময় তার সাথে কথোপকথনে একই ধরনের কিছু কথার পুনরাবৃত্তি ঘটে।  প্রেক্ষাপট অনেকটা একই হবার কারণে এই ঘটনা গুলোকে একই ক্ৰমে তুলে ধরা হল। 



ঘটনা ১ ( ২০১২ সাল )

আমি, মানী এবং আশেপাশে আরও অনেক বন্ধুরাই ছিল। সবাই কার্জন হলের সামনে বাস ছাড়ার জন্য অপেক্ষা করছিলাম। হঠাৎ লক্ষ্য করলাম মানী কোন এক রমণীর দিকে বার বার দৃষ্টি নিক্ষেপ করছে। আমি জিজ্ঞেস করলাম :
-            কিরে কি দেখছিস ? পছন্দ হইছে নাকি ?
-            আরে নাহ ! খাইয়া ছাইড়া দিমু ।

ঘটনা ২ ( ২০১৪ সাল )

আমি আর মানী রিকশায় করে যাচ্ছিলাম সম্ভবত নীলক্ষেত বা আজিমপুরের উদ্দেশে। সামনে কোন এর রমণীর দেখা পেয়ে তার প্রতি ইঙ্গিত করে মানী বলছিল :
-             দেখ, শালি একটা মাল ।
-            চেহারা তেমন একটা ভাল না ।
                [ আমার কাছে রমণীর চেহারা বিশেষ ভাল না লাগলেও ভাল ফিগারের অধিকারিণী ছিল ]
-            আরে চেহারা দিয়া কি হইব ? খাইয়া ছাইড়া দিমু ।

ঘটনা ৩ ( ২০১৬ সাল )

আমি, রিয়ান ভাই আর মানী কার্জন হলের সামনে বাস ছাড়ার জন্য অপেক্ষা করছিলাম। আমি আসার আগেই কিছু একটা ঘটে গিয়েছিল আর সেই ব্যাপারেই মানী আর রিয়ান ভাইয়ের মাঝে কথা হচ্ছিল।
-           ভাই যেই মেয়েটার টাকা পড়ে গিয়েছিল ঐ মেয়েটার চেহারা কেমন ছিল খেয়াল করছিলেন ? ভাল ছিল ?
-           আমি খুব একটা খেয়াল করি নাই ।
-           আমিও দেখি নাই ।
-           তবে ভাল ছিল না মনে হয় ।
-           ব্যাপার নাহ ! খাইয়া ছাইড়া দিমু ।

যাইহোক, আমার জানামতে এই ঘটনা গুলো এই পর্যন্তই সীমাবদ্ধ ছিল। আদৌ সে কি খেয়েছিল, কি না খেয়েছিল কিংবা ছেড়ে দিয়েছিল নাকি ধরেছিল তা আমার জানা নেই। বলতে পারেন এগুলো আমাদের সমাজের নিত্য দিনের ঘটনা। এতে হয়তো কোন ব্যাক্তি বিশেষের ক্ষতি না হলেও নিজেদের চিন্তা-চেতনার ক্ষতি ছাড়া কোন বিশেষ লাভ হয় না।

সব মানুষের পছন্দ-অপছন্দ একরকম নয়। তার থেকেও বড় ব্যাপার এই যে এই পছন্দ-অপছন্দ আবার প্রতিনিয়ত পরিবর্তন হয়। আজকে যা আপনার ভাল লাগছে, আগামীকালও যে সেটা আপনার ভাল লাগবে তার কোন নিশ্চয়তা কেউ দিতে পারে না। তাই শুধুমাত্র ব্যাক্তিগত পছন্দ-অপছন্দের ভিক্তিতে কাউকে বিচার-বিবেচনা করাটা আমার কাছে সবসময় সঠিক বলে মনে হয় না।

অনেক কিছুই লিখে ফেললাম, মূল কথা হল আপনি আপনার দৃষ্টিভঙ্গি বদলান, দেখবেন আপনার চারপাশটা আপনা আপনিই বদলে যাবে। 

পরিশেষে, কেউ আবার আমার সেই বন্ধুটি সম্পর্কে কোন বিশেষ ধারণা পোষণ করবেন না। বিভিন্ন সময় 'খাওয়া' অতঃপর আবার 'ছেড়ে দেয়ার' কারনে বিশেষ কোন সমস্যা দেখা দিতেই পারে। এরকম অন্তত একজন বন্ধু হয়ত সবারই আছে। আর আমি মূলত মানুষে - মানুষে পার্থক্য খুব কম করি, তাই সবার সাথেই ভাল সম্পর্ক বজায় রাখার চেষ্টা করি। সাধারণতঃ অন্য কারও দ্বারা আমি প্রভাবিত হই না। যারা অন্যের দ্বারা খুব বেশি প্রভাবিত হয় তারা খুব দুর্বল ব্যাক্তিত্ব সম্পন্ন হয় অথবা তাদের নিজের কোন ব্যাক্তিত্ব বোধই থাকে না।

যাইহোক, আশা করব সে যেন এমন খাদ্যের সন্ধান পায় যা খাওয়ার পর আর ছাড়তে না হয়। তার অনেক দিনের ( সম্ভবত ১ম বর্ষে পড়ার সময় থেকেই ) ইচ্ছা ছিল আমাকে নিয়ে একটি চলচ্চিত্র নির্মাণের যার নাম সে পূর্বেই ঠিক করে রেখেছিল। আমার সেরকম কোন বিশেষ ইচ্ছা না থাকলেও মাঝে মধ্যে লেখালেখি করলে মন্দ হয় না।

Thursday, August 4, 2016

অমৃত বচন

জীবনে চলার পথে দুই সময় নারী (মেয়ে) থেকে বিরত থাকুন

  •     রাস্তা পার  হওয়ার সময় 
  •     লাইফে  ক্যারিয়ার গড়ার