Tuesday, October 10, 2017

ক্রিপ্টোকারেন্সি মাইন করুন (CPU/GPU এবং ক্লাউড মাইনিং)

আপনি চাইলে আপনার কম্পিউটার বা স্মার্টফোন এর মাধ্যমেই এখন বিটকয়েন বা যে কোন ক্রিপ্টোকারেন্সি মাইন করতে পারেন।  যদিও আজকাল কম্পিউটার বা স্মার্টফোন এর মাধ্যমে বিটকয়েন মাইনিং খুব একটা লাভজনক নয় তথাপি ক্লাউড মাইনিং এর সাথে সহায়ক হিসেবে এটি করাই যেতে পারে।

যেমন ধরা যাক আপনার ক্লাউড মাইনিং এর হ্যাশ পাওয়ার আছে 100 GHS এখন আপনি এর সাথে আপনার কম্পিউটার বা স্মার্টফোন এর মাধ্যমে আরও প্রায় 20 KHS পাওয়ার যোগ করতে পারেন। যা আপনার আয়কে বেশ কিছুটা বৃদ্ধি করতে সক্ষম।




যা যা প্রয়োজন :

মাইনারটি ডাউনলোড করার পর এতে আপনার পুল ইনফরমেশন দিন, ডিফল্ট হিসেবে আমার eobot এক্যাউন্ট এর পুল ইনফরমেশন দেয়া আছে। আপনি আপনার প্রয়োজন অনুযায়ী 32 কিংবা 64 বিট এর মাইনারটি পছন্দ করুন। আপনি যে মোডে মাইন করতে চান সে অনুযায়ী ইনফরমেশন দিয়ে ব্যাচ ফাইলটি ডবল ক্লিক করে মাইনারটি  চালু করুন। ব্যাস, দেখবেন আপনার মাইনার কাজ শুরু করে দিয়েছে।


মাইনারটি  SHA256 এবং Scrypt - এই ২টি Algorithm Support করে। পুল ইনফরমেশন এর ফরমেট নিচে দেয়া হলঃ 

App.exe -a algorithm -o server --userpass username:password 

Example:
cgminer.exe --scrypt -o stratum+tcp://scrypt.eobot.com:4444 --userpass eobot.670437:x 
minerd.exe -a scrypt -o stratum+tcp://scrypt.eobot.com:4444 --userpass eobot.670437:x 

0 comments:

Post a Comment